পর্তুগালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার লিসবনের হাসপাতালে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদো। পর্তুগালে এটি প্রথম করোনাভাইরাস আক্রান্ত কোনও রোগীর মৃত্যু।
এদিকে, পর্তুগালে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের (ডিজিএস) তথ্য অনুযায়ী, লিসবনে ১৪২ জন, উত্তরাঞ্চলে ১৩৮ জন, সেন্ট্রাল জোনে ৩১ জন, আলগর্ভে ১৩ জন এবং আজোরেসোসে একজন সহ মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩১ জন।
তবে এখন পর্যন্ত ১৭৪ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সেই সঙ্গে ২৯০৮ জন সন্দেহভাজনের আক্রান্তের বিষয় এখনো পরীক্ষাধীন রয়েছে যা যে কোন মুহূর্তে প্রকাশ করা হতে পারে এবং এই মুহূর্তে সারা দেশে ৪৫৯২ জনকে কোয়ারেন্টাইন পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিজিএস) জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার দুপুরে পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো ক্যাব্রিটা জাতির উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে ঘোষণা দেন করোনাভাইরাসের প্রভাব বিস্তার ঠেকাতে ১৬ মার্চ থেকে স্পেনের সঙ্গে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত যাত্রী বিমান, রেল চলাচলসহ সকল ধরনের যোগাযোগ স্থগিত থাকবে। তবে পণ্য আমদানি রফতানির ক্ষেত্রে যা প্রযোজ্য হবে না। সঙ্গে পর্তুগালের সকল দর্শনীয় স্থানসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত