বিশ্বে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা। বৈশ্বিক মহামারি আকার ধারণ করায় প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে নাগরিকদের বাঁচাতে ‘যুদ্ধকালীন অ্যাকশন’ দরকার বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও।
এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার তিনি এ মন্তব্য করেন।
আগামী দিনগুলোতে এ ভাইরাস আরও মারাত্মক আকার ধারণ করতে পারে উল্লেখ করে মেয়র নগরবাসীকে ‘এই বাস্তবতায় লড়াই’ করতে প্রস্তুত থাকার সতর্কতাও দিয়েছেন।
তিনি বলেন, এই সংকট এপ্রিল-মে মাসের দিকে আরও তীব্রতর হতে পারে। সেজন্য আমি চাই, জনগণ যেন এই বাস্তবতা মেনে নিয়েই বাঁচতে শেখে।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত চার হাজার ৬৬৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৭ জন। ইতোমধ্যেই দেশটির অন্তত ৪৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটিতে।
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে যে হারে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে তাতে অন্তত এক মিলিয়ন (১০ লাখ) নাগরিক আক্রান্ত হতে পারেন।
মেয়র বলেন, বার, রেস্তোরাঁসহ যেসব স্থানে আমরা আড্ডা দেই বা জমায়েত হই, সেখানে ঘনিষ্ঠ মিথষ্ক্রিয়ার ফলে এ ভাইরাস তীব্র গতিতে ছড়াতে পারে। তাই এ ধরনের জমায়েতস্থল মঙ্গলবার সকাল ৯টা থেকে বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম