কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বঙ্গবন্ধু পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বরফাচ্ছন্ন কানাডায় একদিকে বৈরী আবহাওয়া আর অন্যদিকে মহামারীর মত ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস কোভিড-১৯। সতর্কতামূলক জরুরি এ সভায় ক্যালগেরিসহ কানাডার সকল রাজ্যে এর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লাহ রফিকের সভাপতিত্বে সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে আলোচনা হয়। সারাবিশ্বে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী জুন মাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষে সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য কমিটির সদস্যদের বিশেষভাবে অনুরোধ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন আলবার্টা আওয়ামী লীগের সভাপতি জাফর সেলিম, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ কাদির, সাংগঠনিক সম্পাদক তাসফিন হোসেন তপু, আবুল কালাম আজাদ, মৌ ইসলাম, শারমিন মমতাজ, আব্দুস সালাম, জাহিদ হক ও রনি।
অন্যদিকে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যমান বৈশ্বিক এবং স্থানীয় স্বাস্থ্যঝুঁকি সংক্রান্ত পরিস্থিতির প্রেক্ষিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ ই মার্চ আয়োজিত অনুষ্ঠান সাময়িক স্থগিত করা হয়েছে। তবে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সীমিত পরিসরে হাইকমিশন চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক