করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের মেয়র ও কাউন্সিল প্রার্থীদের সাথে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলায় বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে নির্বাচন কমিশন।
চসিকের নির্বাচনের দায়িত্বশীল কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, করোনার কারণে লোকসমাগম কমাতে এটা করা হয়েছে। তিন চারজনের ভিতর সীমাবদ্ধ থেকে প্রচারণার কথাও বলেছি।
মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম বলেন, বৈঠক বা মতবিনিময় স্থগিত করেছে। আমরা বলছি, নির্বাচনই স্থগিত করা হোক। ভোটার আসবে না করোনার কারণে। তারপরও কেন এসব বলছে কমিশন? আবারও বলছি এসব বাদ দিয়ে নির্বাচন স্থগিত করুন, কম ভোটে নির্বাচন করবেন না। তবে বৈঠকে কাউন্সিলর প্রার্থীরাও থাকার কথা ছিল।
বিডি প্রতিদিন/ফারজানা