করোনাভাইরাস আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রবাস থেকে ফেরা মো. গিয়াসউদ্দিন (৩৫) নামে এক লেবানন প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মানায় তাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
মো. গিয়াস উদ্দিন উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামের মো. সেলিম চৌধুরীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মো. গিয়াস উদ্দিন গত এক সপ্তাহ আগে লেবানন থেকে দেশে আসেন। বিমানবন্দর থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার আশ্বাস দিয়ে বাড়িতে আসলেও সে কোনো প্রকার হোম কোয়ারেন্টাইন নিয়ম পালন করছিলো না। তাকে সামাজিকভাবে বলা হলেও সে কারো কথাই শুনছিলো না। এতে স্থানীয়দের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম শিকারপুর গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ও বাদৈর ইউপি চেয়ারম্যান হাজী আবু জামাল খান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম