সম্প্রতি যশোরে ফেরা প্রবাসীদের বাড়িতে বাড়িতে লাল পতাকা টাঙানোর কাজ চলেছে। সোমবার থেকে এই কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জেলা আটটি উপজেলার সাড়ে ৫ হাজার বাড়িতে দ্রুত বেগে লাল পতাকা টাঙানোর কাজ করা হচ্ছে। ৯ থেকে ১৮ মার্চের মধ্যে যারা দেশে ঢুকেছেন তাদের বাড়িতেই এ পতাকা দেওয়া হচ্ছে সতর্কতার জন্য।
সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সদস্যদের তত্ত্বাবধানে এলাকায় ফেরা প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হচ্ছে। তাদের সহযোগিতা করছেন গ্রাম পুলিশ ও দফাদাররা। ইউপি সদস্যরা জানান, উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে পাওয়া একটি তালিকা অনুযায়ী তারা লাল পতাকা টাঙানোর এ কাজ করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার