করোনাভাইরাস সংক্রমণ রোধে নগরী জুড়ে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। মঙ্গলবার দুপুরে সিএমপি ও কমিউনিটি পুলিশ চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানো হয়।
সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধ সামাজিক দায়বদ্ধতা থেকে সিএমপি এ উদ্যোগ নিয়েছে। করোনাভাইরাস রোধ ঠেকাতে নগরী জুড়ে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানো হবে। মঙ্গলবার নগরীর উল্লেখযোগ্য পয়েন্টে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানো হয়।
জানা যায়, সিএমপি ও কমিউনিটি পুলিশের উদ্যোগে ওয়াটার ক্যানন নিয়ে জীবানুনাশক মিশ্রিত পানি ছিটানো হয়। প্রথম দিন দামপাড়া পুলিশ লাইন্স গেইট, পুনাক মোড়, ওয়াসার মোড় ও আশপাশ এলাকায় জীবানুনাশক মিশ্রিত পানি ছিটানো হয়। এসময় পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা ও হোম কোয়ারান্টাইনের নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়। এ কার্যক্রম পরিদর্শন করেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, অতিরিক্ত কমিশনার এস এম মোস্তাক আহমদ খান, শ্যামল কুমার নাথ এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম