বাগেরহাট জেলায় করোনা আতঙ্কে মঙ্গলবার সকাল পর্যন্ত বিশে^র ৩৮ দেশ থেকে বাড়িতে ফেরা ৪ হাজার ২শ প্রবাসীর মধ্যে মাত্র ১ হাজার ১৪৫ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া ৪৪৫ জনের হোম কোয়ারেন্টাইনের নির্ধারিত সময় পূর্ণ হওয়ায় তারা তারা স্বাভাবিক পরিবেশে ফিরে গেছেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইমিগ্রেশন পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী বাগেরহাট জেলার ৯টি উপজেলায় করোনা আতঙ্কে বাড়িতে ফেরা ৪ হাজার ২শ প্রবাসীর বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলাসহ লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বাগেরহাট জেলা করোনাভাইরাস মুক্ত রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন