বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষে মঙ্গলবার ৫৪ জনকে সনদ দেওয়া হয়েছে। এখনও ৫৫৪ জন কোয়ারেন্টাইনে আছেন। নতুন করে যোগ হয়েছে ৮২ জন। জেলার বিভিন্ন পৌর এলাকা, ইউনিয়ন ও প্রত্যান্ত গ্রামাঞ্চলেও বিদেশফেরতদের খোঁজ করছে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য কর্র্মীরা।
বগুড়া জেলা ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার নতুন করে ৮২ জন বিদেশফেরত ব্যক্তির খোঁজ পাওয়া গেছে। এ নিয়ে এখন জেলায় হোম কোয়ারেন্টিইনে আছে ৫৫৪ জন। তারা ইতালি, চীন, ভারত, সৌদি, মালয়েশিয়া, কাতার, ইন্দোনেশিয়া থেকে এসেছে চলতি মার্চ মাসে।
বিডি প্রতিদিন/আল আমীন