২০০ মিলিলিটারের একটি হ্যান্ড স্যানিটাইজারের মূল্য ২০০ টাকা। কিন্তু বিক্রি করা হচ্ছে ৩৫০ টাকা বা তারও বেশি মূল্যে। এমন অভিযোগে অভিযান পরিচালিত হয় চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার দরবার ফার্মেসিতে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৮টি হ্যান্ড স্যানিটাই জব্দ, এক হাজার টাকা জরিমানা এবং মুচলেকা নেয়া হয়। জব্দকৃত হ্যান্ড স্যানিটাইজারগুলো উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনাভাইরাস নিয়ে কাজ করা গ্রাম পুলিশদের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘মনে হয়, করোনাভাইরাস বাংলাদেশে মানুষের শরীরে আক্রমণের আগেই মনে আক্রমণ করে বসেছে। তাই ২০০ টাকার হ্যান্ড স্যানিটাইজারের দাম শুরুই হয় ৩৫০ টাকা দিয়ে। সচেতন নাগরিক যাতে মূল্য বুঝতে না পারে সেজন্য মূল্যও মুছে ফেলা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল