খুলনায় করোনাভাইরাস প্রতিরোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। জেলা ম্যাজিষ্ট্রেটের সাথে সমন্বয় করে তারা খুলনা সিটি করপোরেশন ও ৯ উপজেলায় একই সাথে কাজ করবেন।
মঙ্গলবার বিকালে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে খুলনা জেলা ও বিভাগীয় প্রশাসনের সাথে সেনাবাহিনীর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে বলা হয়, খুলনায় আপাতত ৬ থেকে ৮ প্লাটুন সেনা সদস্য মাঠে থাকছে। উদ্ভূত দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় তারা বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবেন। এসময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আইকেএম মোস্তাহসেনুল বাকী, খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।
বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, সেনাবাহিনী জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয় করে কাজ করবে। কোন একটা এলাকায় সমস্যা হলে তারা সেখানে যাবেন। প্রয়োজন না হলে সেখানে যাবেন না।
বিডি প্রতিদিন/এ মজুমদার