সাবান দিয়ে হাত-মুখ ধুয়ে হাসপাতালে প্রবেশের নিয়ম চালু করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে এই নিয়ম কার্যকর হয়। এ লক্ষ্যে জরুরি বিভাগের সামনে ৮টি বেসিন স্থাপনসহ সাবান সরবরাহের ব্যবস্থা করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।
শুধু রোগী কিংবা তাদের স্বজনরা নন, হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীকেও সাবান দিয়ে হাত-মুখ ধুয়ে হাসপাতালে প্রবেশ করতে বলেছেন পরিচালক। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।
পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, করোনা প্রতিরোধ ছাড়াও মানুষের সুস্থ থাকার জন্য সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া প্রয়োজন। শুধু হাসপাতালে প্রবেশের আগে নয়, নিজ বাড়িতেও নিয়মিত এবং বার বার সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে সুফল পাওয়া যাবে বলে তিনি জানান।
এছাড়া জেলা প্রশাসক কার্যালয়েও হাত-মুখ ধুয়ে প্রবেশের নিয়ম চালু করা হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসক দফতরের সামনে বেসিন স্থাপন, লিকুইড সাবান ও টাওয়েল দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম