কভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণের হার বাড়তে থাকায় নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ ঘোষণা দিয়েছে।
দেশটির সিভিল ডিফেন্স মন্ত্রী পীনি হিনারে বলেছেন, এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি। যদি আমরা আমাদের দায়িত্বটুকু ঠিকভাবে পালন করি এবং ঘরে থাকি তাহলে অনেকগুলো প্রাণ বেঁচে যাবে।
করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ডে সতর্কতার মাত্রা ৩ থেকে বাড়িয়ে ৪ (সর্বোচ্চ মাত্রার সতর্কতা) করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তবে এখনো কেউ মারা যাননি।
বিডি প্রতিদিন/ফারজানা