যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ১৯২ জন। মোট মৃত্যু হয়েছে ৯৪৪ জনের। দেশটির দুটি হাসপাতালের প্রায় ৮৬ কর্মীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। হাসপাতাল দুটি হল ব্রিংহ্যাম অ্যান্ড ওম্যান হাসপাতাল ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল।
ব্রিংহ্যামের ৪৫ মেডিকেল কর্মীর করোনাভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছেন এটির জনসংযোগ কর্মকর্তা সেরেনা ব্রন্ডা। তাদেরকে হাসপাতালের কাজ থেকে ছুটি দেয়া হয়েছে।
এদিকে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ৪১ কর্মীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তারা হাসপাতালের বাইরে থেকে সংক্রমিত হয়েছেন। হাসপাতালের জনপ্রশাসন কর্মকর্তা তেরি ওগান এ তথ্য জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা