নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে কভিড-১৯ করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় কুইক রেসপন্স টিম (সদর) প্রস্তুত রাখা হয়েছে। জেলার করোনাভাইরাস আক্রান্তের সংবাদ প্রাপ্তির পরেই এ টিম দ্রুত পৌঁছে যাবে গন্তব্যে।
জেলা পুলিশ ইতিমধ্যে এই টিমের জন্য এ্যাপ্রোন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক ঔষধ ও প্রয়োজনীয় মেডিকেল সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়াও তাদের জন্য প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স এবং যান প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এর নেতৃত্বে এ টিমের সদস্য সংখ্যা ৩৫ জন। জেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় রক্ষা করে এ টিম করোনা সংক্রান্ত রোগী স্কট দিতে কাজ করবে।
বিডি প্রতিদিন/ফারজানা