টাঙ্গাইলে নতুন করে ১৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১২৯৪ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট ১৪ দিন মেয়াদ শেষ হওয়ায় ৪৬৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে মোট ৮৩১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, বর্তমানে টাঙ্গাইল জেলায় মোট ১২৯৪ জন বিদেশফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট ১৪ দিন সময় পার হওয়ায় ৪৬৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে বাড়ি ফিরেছে। তবে এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাস ধরা পরেনি।
বিডি প্রতিদিন/হিমেল