২৮ মার্চ, ২০২০ ১৩:৩৬

করোনায় গৃহবন্দী ইউরোপবাসী, বিশুদ্ধ হচ্ছে বাতাস

অনলাইন ডেস্ক

করোনায় গৃহবন্দী ইউরোপবাসী, বিশুদ্ধ হচ্ছে বাতাস

কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠিন নিষেধাজ্ঞার বেড়াজালে গৃহবন্দী জীবন কাটছে ইউরোপিয়ানদের। সড়কে গাড়ির পরিমাণ হাতে গোনা, ব্যবসায়িক কর্মকাণ্ডও নেই। এতে শাপে বর হয়েছে পরিবেশের জন্য। দীর্ঘ সময় পর সেখানকার বায়ু দূষণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। যেটা এর আগে যুক্তরাষ্ট্র ও চীনে পরিলক্ষিত হয়েছিল।

ইউরোপের অধিকাংশ শহরে বায়ু দূষণের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। বাতাসে কমেছে দূষিত পদার্থের পরিমাণও।

ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থার ছবিতে তার প্রমাণ মিলেছে। তবে পরিবেশবিদরা এ পরিবর্তনে খুব একটা খুশি হতে পারছেন না। তাদের বক্তব্য, এটা পরিবেশ দূষণ রোধে স্থায়ী সমাধান নয়। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর