বাংলাদেশে কভিড-১৯ করোনাভাইরাস থেকে আরও ৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে তিনজনের বয়সই ৬০ এর বেশি এবং একজনের বয়স ৮০।
আজ সোমবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। বাংলাদেশে এ নিয়ে মোট ১৯ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সুস্থ হয়ে উঠা ব্যক্তির মধ্যে চিকিৎসক ও নার্সও আছেন।
বিডি প্রতিদিন/ফারজানা