নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার দিনমজুর ও কর্ম হারানো মানুষদের জন্য খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নিজস্ব অর্থায়নে প্রতিটি পৌরসভার ও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এসব সামগ্রীর মধ্যে ছিল ৪০ মেট্রিক টন চাল, ৫ মেট্রিক টন আলু, ৪ মেট্রিক টন ডাল, ৪ হাজার লিটার সোয়াবিন তেল, ২ হাজার পিস মাস্ক, ৪ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার ও ৪ হাজার পিস সাবান।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ স¤পাদক মোর্তজা আলী বাবলুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার