চীনের উহান থেকে উৎপত্তি করোনাভাইরাস ইতোমধ্যে ২ শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী ৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। মৃত্যু হয়েছে সাড়ে ৪২ হাজারের বেশি মানুষের।
এদিকে করোনাভাইরাস নিয়ে গুজব আর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে বিরাট চাপের মুখে আছে ফেসবুক আর টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো। তাই তারা পোস্ট ডিলিট করেছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের কয়েক জন রাষ্ট্রনেতার পোস্ট ডিলিট করেছে। এসব পোস্টে করোনাভাইরাস সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল।
ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর এরকম একটি ভিডিও ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করেছে। পোস্টে দাবি করা হয়েছিল ‘হাইড্রোক্সিক্লোরোকুইন’ করোনাভাইরাসের চিকিৎসায় খুবই কার্যকর।
টুইটার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর টুইট ডিলিট করেছে একই কারণে। করোনাভাইরাস প্রতিরোধের একটি ঘরোয়া টোটকা চিকিৎসা টুইট করেছিলেন তিনি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ