৫ এপ্রিল, ২০২০ ০৩:২৬

করোনাভাইরাস সংক্রমণ রোধে সিলেটে গ্রামে গ্রামে যাচ্ছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

করোনাভাইরাস সংক্রমণ রোধে সিলেটে গ্রামে গ্রামে যাচ্ছে সেনাবাহিনী

করোনাভাইরাস সংক্রমণ রোধে সিলেট বিভাগের গ্রামে গ্রামে যাচ্ছে সেনাবাহিনী। করোনাভাইরাস থেকে বাঁচতে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন তারা। শনিবার সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করেছে ৩৬টি টিম। 

সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা সিলেট বিভাগের ৪০টি উপজেলায় টহল শুরু করেন। তারা মাইকিং করে অতি প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান। অতি প্রয়োজনে যারা বের হন তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন সেনা সদস্যরা। ‘স্টে হোমের’ নির্দেশেনা না মেনে রাস্তায় বের হওয়া গণপরিবহনকে তারা ফিরিয়ে দেন। 

এখনো যেসব প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সেনা সদস্যরা খোঁজ খবর নেন। কোয়ারেন্টিনের সবধরণের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়। করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে তারা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট ও মাস্ক বিতরণ, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ানো, রাস্তায় জীবানুনাশক ছিটানো ও ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে সামাজিক দূরত্বের চিহ্ন এঁকে দেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

সর্বশেষ খবর