৫ এপ্রিল, ২০২০ ০৮:০৯

টেকনাফে করোনা সন্দেহ ৫ ব্যক্তির নমুনা সংগ্রহ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

টেকনাফে করোনা সন্দেহ ৫ ব্যক্তির নমুনা সংগ্রহ

করোনা সন্দেহে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন এলাকা থেকে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত ৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেলে পাঠানো হয়েছে।

শনিবার  এসব নমুনা সংগ্রহ করে পাঠানো হয় বলে জানান টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।

তিনি বলেন, জ্বর সর্দি, কাশি, হাঁচি, গলা ব্যথায় আক্রান্ত হওয়া রোগীরা নিজে থেকেই করোনা পরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল টিম গিয়ে তাদের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি তাদেরকে পরিবারের সদস্যদের থেকে নিজ নিজ বাড়িতেই আলাদা করে রাখা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল রবিবার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, লকডাউনে থাকা বাড়ির পরিবারের সকল সদস্যদের থার্মাল স্কানিং করা হয়েছে। আপাতত তারা সকলেই কারো যাতে সংস্পর্শে না আসে সেজন্য ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।সার্বক্ষণিক কোন ধরণের খাদ্য সামগ্রীর প্রয়োজন হলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি স্বাস্থ্যগত দিক দিয়ে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল তদারকি করবে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর