মাদারীপুর জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আহমেদ হাওলাদার তার নিজ উদ্যোগে প্রায় চারশত পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন।
সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা, তালতলাসহ ৯টি ওয়ার্ডে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইলিয়াছ আহমেদ হাওলাদার বলেন, মাদারীপুরকে করোনা সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। আমি জনসমাগম এড়াতে গত তিনদিন ধরে চারশো পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।
বিডি প্রতিদিন/ফারজানা