৫ এপ্রিল, ২০২০ ১৩:৪৯

করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জে এক ব্যক্তি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি

গোপালগঞ্জ প্রতিনিধি

করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জে এক ব্যক্তি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি

করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি (৩৫) গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে ওই ব্যক্তি ভর্তি হন।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, রাতে করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তি ভর্তি হবার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। 

তিনি জানান, এ পর্যন্ত ১৮ জনের নমুনা সংগ্রহ করে তারা আইইডিসিআর-এ পাঠিয়েছেন। এখন পর্যন্ত পাঠানো নমুনার রিপোর্ট তারা হাতে পাননি। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান জানিয়েছেন, ওই বাড়ির অন্য সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

এদিকে, ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে সুস্থ জীবনে ফিরেছেন ৫৪জন। আর ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন প্রবাসীকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে জেলায় ১৮১ জন প্রবাসী এখন কোয়ারেন্টাইনে রয়েছেন বলে সিভিল সার্জন জানিয়েছেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর