ব্রাহ্মণবাড়িয়ায় এবার কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে সমবায় ব্যাংক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শতাধিক কর্মহীন মানুষকে দেয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। রবিবার বেলা ১১টার দিকে জেলা সমবায় মার্কেট প্রাঙ্গণে খাদ্য সামগ্রীগুলো কর্মহীনদের হাতে তুলে দেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নিছার।
বিজয়নগর বিআরডিবির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা নেওয়াজ মোহাম্মদ শরীফ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার সোহরাব হোসেন, সমবায় ব্যাংকের কর্মকর্তা সৈয়দ আনোরয়ার হোসেন লিটন ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শরীফপুর এলাকায় ব্যবসায়ী হাজী বকুল মিয়া নিজ উদ্যোগে আড়াই শতাধিক দুঃস্থদের মাঝে ৫ কেজি করে আটা বিতরণ করেছেন। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, মলাই মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার