বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে নিউজিল্যান্ডে চলছে লকডাউন। আর সেই লকডাউন ভেঙে পরিবার নিয়ে গাড়ি চালিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। এই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়ায় ব্যাপক সমালোচিত হন তিনি। পরে অবশ্য ভুল বুঝতে পেরে নিজেই নিজেকে ‘নির্বোধ’ বলেছেন তিনি।
এর আগে আইসোলেশনে থাকার নির্দেশ ভেঙে পাহাড়ে বাইক চালাতে গিয়েছিলেন ডেভিড ক্লার্ক। এবার নিজেই স্বাস্থ্যমন্ত্রী হয়ে এই কঠিন সময়ে লকডাউন ভেঙে সপরিবারে গাড়ি চালিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে যান তিনি।
এ কারণে তাকে বরখাস্ত করা উচিত বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন। কিন্তু আপত্কালীন পরিস্থিতিতে তাকে পুরোপুরি বরখাস্ত না করে শাস্তি হিসেবে মন্ত্রিসভায় তাকে পদাবনতি দেওয়া হয়েছে এবং সহযোগী অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ডেভিড ছাড়াও একই ধরনের অপরাধ করেছেন সে দেশের তারকা রাগবি খেলোয়াড় রিচি মুঙ্গা। লকডাউন ভেঙে ক্রাইস্টচার্চের একটি পার্কে কয়েকজন টিমমেটের সঙ্গে রাগবি অনুশীলনে মেতে ওঠেন তিনি।
একজন সেলেব্রিটি হয়ে এ ধরনের আচরণ করাটা মেনে নেওয়ার মতো নয় বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের রাগবির চিফ এগজিকিউটিভ মার্ক রবিনসন।
জানা গেছে, গত ২৫ মার্চ থেকে সে দেশে চার সপ্তাহের লকডাউন শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম