বিশ্বব্যাপী এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। অনেকের মতে, চীন ইচ্ছাকৃতভাবেই এই মারণাস্ত্র ছড়িয়েছে। এবার ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এক চীনা বিজ্ঞানীকে আটক করেছে। ওই বিজ্ঞানীই নাকি করোনাভাইরাস তৈরি করেছেন। যদিও ফেসবুকের ওই ভিডিওর কোনো সত্যতা পাওয়া যায়নি।
সম্প্রতি ওই ভিডিওটি কয়েক হাজার বার শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে আরও বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা রিপোর্টারদের সঙ্গে কথা বলছেন। তারা একজন চীনা বিজ্ঞানীকে আটকের ঘোষণা দিচ্ছেন। ওই বিজ্ঞানী করোনাভাইরাস তৈরি করেছেন।
এমন চমকপ্রদ ক্যাপশন দিয়ে ভিডিওটি পোস্ট করা হলেও তা আসলে একটি ভুয়া ভিডিও। ওই ভিডিও ফুটেজে কোভিড-১৯ বা চীনা বিজ্ঞানীই যে ইচ্ছাকৃতভাবে এই প্রাণঘাতী ভাইরাস তৈরি করেছেন সে বিষয়ে কোনো তথ্যই নেই।
নাইজেরিয়ান নিউজের একটি ফেসবুক পেজে ওই ভিডিওটি শেয়ার করা হয়। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম