লালমনিরহাটে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপিল) দুপুরে আদিতমারী উপজেলার ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধ মারা যান। এরপর তার শরীর থেকে নমুনা সংগ্রহ রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
লালমনিরহাট সিভিল সার্জন ও সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রসুলপাড়া গ্রামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করলে করোনা সন্দেহে তারও শরীর থেকে নমুনা সংগ্রহ করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসরা।
এদিকে জেলার হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকার ৩৫ বছর বয়সী ওই যুবক জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় রয়েছেন। তিনি সম্প্রতি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। এ অবস্থায় গত সোমবার সন্ধ্যায় তার বাড়ি থেকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনা সনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেন। কোভিড-১৯ সন্দেহে লালমনিরহাট জেলায় পৃথক দু’টি উপজেলার দু’জন ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। দু’জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে একজনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধারনা করা হচ্ছে মৃত ব্যক্তি কোভিড-১৯ তে আক্রান্ত ছিল, তাই তারসহ হাতিবান্ধার আরেক যুবকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠান হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, জেলায় ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে দুইজন যুক্ত হয়েছেন। মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০২ জন।
বিডি প্রতিদিন/হিমেল