শিরোনাম
৭ এপ্রিল, ২০২০ ১৮:৩৭

নেপালের রাস্তায় গণ্ডার, লকডাউনে বাইরে বের হলেই ‘শাস্তি’!

অনলাইন ডেস্ক

নেপালের রাস্তায় গণ্ডার, লকডাউনে বাইরে বের হলেই ‘শাস্তি’!

করোনা সংক্রমণ এড়াতে নেপালজুড়ে জারি হয়েছে লকডাউন। শহরের ব্যস্ততম এলাকাগুলো শুনশান, নিঝুম। ফলে বন্য প্রাণিদের অবাধ বিচরণভূমি হয়ে উঠেছে শহরের রাজপথ। মাঝেমধ্যেই বিড়াল বা শিয়ালের দেখা মিলছে।

সম্প্রতি নেপালের রাস্তায় দেখা মিলল এক গণ্ডারের। পিচঢালা পথের উপর দিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে সে। যেন লকডাউনের মধ্যে রাস্তাঘাট ঘুরে লকডাউন পরিস্থিতি ঠিক আছে কিনা, তা খতিয়ে দেখছে সে।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক কর্মকর্তা সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা গেছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গণ্ডার। ভিডিওটি নেপালের চিত্রওয়ান জাতীয় উদ্যান এলাকায় তোলা হয়েছে। করোনা সংক্রমণ রুখতে নেপাল সরকার ২৪ মার্চ পর্যন্ত, এক সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করেছিল। পরিস্থিতি নজরে রেখে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। লকডাউনের কারণে, দেশের ব্যস্ত বাজারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে। এর মধ্যে গণ্ডারটি যেন লকডাউনের পরিস্থিতি পরিদর্শনে বেরিয়েছেন। মজা করে এমনই লিখেছেন পারভিন।

ভিডিওতে দেখা গেছে, রাস্তায় একটি লোককে ঘুরে বেড়াতে দেখে তার দিকে তেড়ে গিয়েছে গণ্ডার। যেন নিষেধ না মানার শাস্তি। সূত্র: সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর