করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের পূর্ব-সাহেব গ্রামে মোজাম্মেল নামে এক জনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান বলে জানান সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। এ ঘটনায় পুরো সাহেব গ্রাম লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন জানান, যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৪৬ বছর। তার বাবার নাম হাসিমুদ্দিন। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ অর্থাৎ তীব্র জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল। সোমবার দুপুরে তিনি মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রামের বাড়িতে ফিরেছিলেন। সেখানে তিনি ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।
বাড়ি ফেরার পর তিনি আলাদা একটি ঘরে কোয়ারেন্টাইনে ছিলেন এবং রাত সাড়ে ৮টার দিকে তিনি মুত্যুবরণ করেন।
এদিকে, মোজাম্মেলের মৃত্যুর পর তার গ্রামের পুরো এলাকা লকডাউন করা হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, সাহেব গ্রামের পুরো এলাকা লকডাউন ঘোষণা করাসহ সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেই গ্রামের সকল প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন