১০ এপ্রিল, ২০২০ ০৮:৩৭

করোনা: মিরপুর ও নারায়ণগঞ্জের পরিস্থিতি ভয়াবহ

অনলাইন ডেস্ক

করোনা: মিরপুর ও নারায়ণগঞ্জের পরিস্থিতি ভয়াবহ

দেশে দিন দিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা প্রতিদিন প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে ঢাকার মিরপুর ও নারায়ণগঞ্জ।

আইইডিসিআর এর তথ্য মতে, দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩৩০জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৩জন। আর মৃত্যুবরণ করেছেন ২১জন।

ঢাকা সিটিতে ১৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মিরপুরে সবচেয়ে বেশি। এখানে ৪২ জন আক্রান্ত হয়েছেন। কাজীপাড়ায় ১জন, মিরপুর-১০ নম্বরে ৩ জন, মিরপুর-১১ নম্বরে ৬ জন, মিরপুর-১২ নস্বরে ২ জন, মিরপুর-১৩ নম্বরে ১ জন, মিরপুর-১ নম্বরে ১১ জন, শাহ আলী বাগে ২ জন, পীরেরবাগে ২ জন, টোলার বাগে ৮ জন ও উত্তর টোলার বাগে ৬ জন আক্রান্ত হয়েছে।

ঢাকার বাইরে সবচেয়ে বড় জোন হচ্ছে নারায়ণগঞ্জ। এখানে ৫৯জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

সর্বশেষ খবর