প্রত্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত সম্ভাব্য করোনা আক্রান্ত জনগণকে স্বাস্থ্য সেবা দিতে বরিশাল বিভাগে অনলাইন ভিডিও কলিং বুথ স্থাপন করা হচ্ছে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে দেশের সর্ব দক্ষিণের পটুয়াখালীর কলাপাড়া ও দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলায় এই বুথ স্থাপন করছে যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকেএইড (UKaid)। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড নামে একটি সংস্থা এই বুথের সার্বিক তত্ত্বাবধায়ন করবে।
রবিবার সকালে বরিশাল বিভাগে এই প্রথম কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ভিডিও কলিং বুথ উদ্বোধন করা হয়। আজ সোমবার চরফ্যাশনে ভিডিও কলিং বুথ উদ্ধোধন করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ডিজিটাল হেলথ্ কেয়ারসল্উিশনের কারিগরি সহায়তায় এবং পার্টনারস ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট নামে একটি সংস্থার (পিএইচডি) তত্ত্বাবধানে এই ভিডিও কলিং বুথের মাধ্যমে সেবা প্রত্যাশীরা প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনা খরচে অভিজ্ঞ চিকিৎসকের পরার্মশ ও স্বাস্থ্য সেবা নিতে পারবেন। বুথে সেবা প্রার্থীদের সহায়তা করার জন্য সার্বক্ষণিক এক জন স্বেচ্ছাসেবক থাকবেন। এই বুথে সম্ভাব্য কোভিড-১৯ পজেটিভ জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেয়া হবে বলে জানিয়েছেন পিএইচডি’র টিম লিডার মুহাম্মদ এহসানুল হক।
কলাপাড়ায় ভিডিও কলিং বুথের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ডা. চিন্ময় হাওলাদার বলেন, এই মহামারীর সময়ে দাতা সংস্থার ভিডিও কলিং বুথ উপকূলীয় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ পেতে সহায়তা করবে। এটি সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই ভিডিও কলিং বুথ স্থাপনের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর অতিরিক্ত চাপ কমবে এবং আরও বেশী সংখ্যক মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা সম্ভব হবে বলে তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস.এম. রাকিবুল আহসান বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগীরা সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য তাদের ধন্যবাদ জানান। এই ভিডিও কলিং বুথের মাধ্যমে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের কি কি করণীয় বা আক্রান্ত হওয়া থেকে বাঁচার জন্য কি কি করণীয় সে সব বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের মূল্যবান পরামর্শ সেবা পেয়ে উপকৃত হবেন বলে মনে করেন উপজেলা চেয়ারম্যান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন