১০ জুলাই, ২০২০ ১২:১৬

ভারতে ২৫০ অমুসলিমের শেষকৃত্য করেছে মুসলিমরা

অনলাইন ডেস্ক

ভারতে ২৫০ অমুসলিমের শেষকৃত্য করেছে মুসলিমরা

মহামারী করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছে ভারত। সবচেয়ে বেশি সংক্রমণের তালিকায় ভারত এখন বিশ্বে তিন নম্বরে। করোনায় অনেক মানুষ মারাও যাচ্ছে দেশটিতে। করোনা সংক্রমণের ভয়ে কিছু কিছু পরিবার স্বজনের শেষযাত্রায় থাকছেন না। এ পরিস্থিতিতে ২৫০ অমুসলিমের শেষকৃত্য সম্পন্ন করে প্রশংসিত হচ্ছেন মুসলিমরা।

ভারতের মুম্বাইয়ের মেরিন লাইনে গত ৩ মাসে ২৫০ অমুসলিমের শেষকৃত্য সম্পন্ন করেছে বাদা কবরস্থানের মুসলিমরা। তবে এ জন্য পারিশ্রমিক হিসেবে তারা কোনো অর্থগ্রহণ করেনি। শেষকৃত্য ও রোগীদের সেবায় তারা ফ্রিতে অ্যাম্বুলেন্স সরবরাহ করেছে। 

বাদা কবরস্থানের এক কর্মী জানান, করোনা সংক্রমিত ব্যক্তির মরদেহ সৎকারে সবাই ভয় পাচ্ছেন। হাসপাতাল তাদের শেষকৃত্য করতে পারছে না কর্মীর অভাবে। হাসপাতাল থেকে সমাধিক্ষেত্রে মরদেহ বয়ে আনতে অ্যাম্বুলেন্স চালকরাও ভয়ে থাকেন। এমনও হয়েছে মরদেহ ১৮ ঘণ্টা পড়েছিল, কেউ নিতে আসেনি।

সূত্র: মুম্বাই মিরর

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর