১০ জুলাই, ২০২০ ২২:৪৪

লাকসামে আরও ১০ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৮৭

লাকসাম প্রতিনিধি:

লাকসামে আরও ১০ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৮৭

কুমিল্লার লাকসামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উপজেলায় একদিনে নতুন ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮৭ জনে দাঁড়িয়েছে। করোনায় মৃত্যুবরণ করেছেন ৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩ জন। উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বমোট ৩৫টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ। এছাড়া, দ্বিতীয় নমুনায় ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অন্য ২৩টি রিপোর্ট নেগেটিভ। নতুন ১০ জনসহ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৭ জন।

লাকসাম উপজেলা স্বাস্থ্যবিভাগ গঠিত করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. মেহেদী হাসান জিতু ও ডা. আলমগীর হোসেন জানান, উপজেলায় এই পর্যন্ত ১৩৩০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১২৬৯টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ২৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৯৮২টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৬১টি নমুনার রিপোর্ট। এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ৮ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩ জন। অন্য ১৬৩ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, লাকসামে প্রতিদিনই করোনা আক্রান্তের রিপোর্ট আসছে, যা উদ্বেগজনক। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর