১১ জুলাই, ২০২০ ২০:৪৫

১২ দিনের ব্যবধানে প্রায় অর্ধেক কমেছে করোনা পরীক্ষা!

অনলাইন ডেস্ক

১২ দিনের ব্যবধানে প্রায় অর্ধেক কমেছে করোনা পরীক্ষা!

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মারা গেল ২ হাজার ৩০৫ জন। এছাড়াও একই সময়ে ২ হাজার ৬৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। 

শনিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৮১ হাজার ১২৯ জন। এছাড়াও একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৮ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৩৪ জন।

দেশে করোনার বিস্তারের ঊর্ধ্বমুখী অবস্থা নিয়ে যখন বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন, বিপরীতে করোনার নমুনা পরীক্ষায় ঠিক উল্টো অবস্থা। মাত্র ১২ দিনের ব্যবধানে করোনা পরীক্ষা কমেছে প্রায় অর্ধেক।

এর আগে গত ৩০ জুন সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা করা হয়। সে হিসাবে মাত্র ১২ দিনের ব্যবধানে নমুনা পরীক্ষা কমেছে ৭ হাজার ২৩৩টি যা সর্বোচ্চ নমুনা পরীক্ষার অর্ধেকের কাছাকাছি।

সর্বশেষ ৭৩টি ল্যাবে নমুনা পরীক্ষার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রায় প্রতিদিনই একাধিক সরকারি-বেসরকারি ল্যাব থেকে নমুনা পরীক্ষার ফল না পাওয়ার কথাও জানানো হয়।

করোনা বিস্তার রোধে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশি বেশি টেস্টে করানোর ওপর গুরুত্ব দিচ্ছে, তখন বাংলাদেশ উল্টো পথে হাঁটছে। এদিকে সরকারের বিরুদ্ধে করোনা পরীক্ষা নিয়ন্ত্রণের অভিযোগ করে আসছে বিএনপি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) এক জরিপে ভারতসহ দক্ষিণ এশিয়াকে করোনাভাইরাসে পরবর্তী ‘হটস্পট’ আখ্যায়িত করেছে। ফলে নমুনা পরীক্ষায় উল্টো পথে যাত্রার জন্য বাংলাদেশকে ভুগতে হতে পারে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর