ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর পৌনে ৬টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনায় মৃত্যবরণকারী ওই ব্যাক্তি একজন তেল ব্যবসায়ী। তিনি শহরের দক্ষিণ টেপাখোলা এলাকার বাসিন্দা। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা।
মৃতের ভাই জানান, গত বেশ কিছু দিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গে ভুগছিলেন তিনি। তার দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় এ বিষয়টিকে তারা শরীরের পুরনো রোগ হিসেবেই ভেবে নিয়েছিলেন। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৯ জুলাই তিনি করোনা শনাক্তের জন্য ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। গত রবিবার ফরিদপুর করোনা ল্যাবের পরীক্ষার প্রতিবেদনে তার তার করোনা শনাক্ত হয়।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহামান বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যবসায়ীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার