কুমিল্লায় সুস্থ হয়েছেন পাঁচ হাজারের বেশি করোনা রোগী। সোমবার সিটি করপোরেশনে ২৭ ও চৌদ্দগ্রামে ৩৭ জনসহ মোট সুস্থ হন ৯১ জন করোনা রোগী। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৭ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২জন। মোট আক্রান্ত ছয় হাজার ৫৯১ জন।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের ২৮ জন, নাঙ্গলকোটের সাতজন, চান্দিনার তিনজন এবং চৌদ্দগ্রাম, আদর্শ সদর, লাকসাম ও দেবিদ্বারের একজন করে। সর্বমোট নমুনা প্রেরণ করা হয়েছে ৩০ হাজার ৬৪৩জনের। এখন পর্যন্ত ফল পাওয়া গেছে ২৯ হাজার ৭৬৪টি নমুনার।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত চৌদ্দগ্রাম ও লাকসামের দুই ব্যক্তির করোনা পজিটিভ এসেছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৫ জন।
বিডি প্রতিদিন/ফারজানা