করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মাস্কের ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাকিমপুর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় গত ৯ দিনে জনপ্রতিনিধি, দোকানি ও পথচারীসহ ১০৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এছাড়াও ইউএনও আব্দুর রাফিউল আলম জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।
হাকিমপুর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালানো হয়।
এ সময় মাস্ক পরিহিত ছাড়া দোকানে পণ্য বিক্রি করায় ও মাস্ক ছাড়া চলাচল করায় জনপ্রতিনিধি, দোকানি ও পথচারী ১০৯ জনকে ১ লাখ ১৪ হাজার ৩৯৫ টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ আবু জাফর