করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডা. কামরুজ্জামান সেলিমের মা রোকেয়া বেগম (৭৪)।
সোমবার দুপুরে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রত্নগর্ভা মাতা বেগম রোকেয়া (৭৪) ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুবরণ করেন।
এর আগে, গত শনিবার (৮ আগস্ট) দিনাজপুর পিসিআর ল্যাবের ফলাফলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের বাবা ও মায়ের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ঠাকুরগাঁওয়ে আইসোলেশনে ছিলেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে পাঠানো হয়। সেখানে তিনি সোমবার মৃত্যুবরণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন