উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে (৩৬) নিয়ে রহস্যের শেষ নেই। সম্প্রতি তিনি মৃত অথবা কোমায় আছেন এমন খবর বের হয়েছিল। তার বোন দেশটির শাসনভার গ্রহণ করছেন এমন খবরও পাওয়া যাচ্ছিল। এবার স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মধ্যেই করোনাভাইরাস ও টাইফুনের পূর্বাভাস নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তরুণ এ রাষ্ট্রনায়ক।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, বুধবার উত্তর কোরিয়ার শাসক দল কমিউনিস্ট পার্টির একটি বিশাল নীতিনির্ধারণী সভায় কিম করোনা এবং টাইফুন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি বন্যা এবং সীমান্ত বন্ধ করে দেওয়ার পর অর্থনৈতিক চাপে রয়েছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির শাসক দল কমিউনিস্ট পার্টির এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে করোনা মহামারি রোধে গৃহীত পদক্ষেপের কিছু ত্রুটি নিয়ে আলোচনা করা হয়।
উত্তর কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে এখনো কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়নি। কিন্তু গত মাসে উত্তর কোরিয়ায় এক ব্যক্তির দেহে করোনা উপসর্গ পাওয়া গেলে কঠোর লকডাউন জারি করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা