করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী এই ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ব্রিটিশ সরকার থেকে প্রায় ২৫ লাখ ডলার ফান্ড পাওয়ার পর ক্যামব্রিজ ইউনিভার্সিটি এই ট্রায়ালের কথা জানালো।
জানা গেছে, ডিআইওএস-কোভ্যাক্স ২ নামের ভ্যাকসিনটির ট্রায়াল শুরু করবে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আর এই ভ্যাকসিনটি সকল ধরণের করোনা ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স ব্যবহার করে তৈরি করা হচ্ছে। এতে মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার তৈরি হবে এবং পার্শ্ব প্রতিক্রিয়ায় ঝুঁকিও হ্রাস পাবে।
এ ব্যাপারে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অব ভাইরাল জুয়োনোটিকস বিভাগের প্রধান জোনাথস হিনে বলেন, আমরা ভাইরাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এর সুরক্ষা আবরণের ফাটল খুঁজছি, যেন এটি ব্যবহার করে রোগ প্রতিরোধ ব্যবস্থাটিকে সঠিক পথে পরিচালন করতে পারি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ