দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় বিরলের রিয়াজউদ্দিন আহমেদ নামে একজন করোনা রোগীর চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৫ জন।
একই সময়ে বোচাগঞ্জ পরিসংখ্যান কর্মকর্তাসহ ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৬৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ৭০ জন সুস্থসহ জেলায় সুস্থ হলেন ২২২৪ জন।
বর্তমানে ৪৫১ জন হোম আইসোলেশনে এবং ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৬২ জন হাসপাতালে ভর্তি আছেন।
এইসব নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, আক্রান্ত ৩০ জন রোগীর মধ্যে দিনাজপুর সদরে ১৫জন, বিরলে তিনজন, বিরামপুরে দুইজন, বীরগঞ্জে একজন, বোচাগঞ্জে তিনজন, চিরিরবন্দরে দুইজন, কাহারোলে দুইজন ও নবাবগঞ্জে দুইজন করোনায় আক্রান্ত হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন