প্রাণঘাতী করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগের সংক্রমণ রোধে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে স্পেন। ভাইরাসটির সংস্পর্শে আসা লোকদের শনাক্ত করতে কর্তৃপক্ষকে সহায়তা দেবে তারা। খবর ইউরো নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে স্পেনে। তাই সংক্রমণ রোধে গতকাল মঙ্গলবার সেনাবাহিনী নামানোর ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
তিনি জানান, সংক্রমিত এলাকায় দুই হাজার সেনাসদস্য পাঠানো হবে। করোনার সংস্পর্শে আসা লোকদের শনাক্ত করতে বিশেষভাবে প্রশিক্ষিত তারা।
শুরুর দিকে ইউরোপে যে কয়েকটি দেশে করোনা আগ্রাসী হানা দেয়, তার মধ্যে স্পেন ছিল অন্যতম।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ২২৪ জন। আর মারা গেছেন ২৮ হাজার ৯২৪ জন।
বিডি প্রতিদিন/এমআই