কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৮ জনে।
এদিকে একই সময়ে জেলায় আরও ৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার (২৬ আগস্ট) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৪ জন, চৌদ্দগ্রামের ছয় জন, বুড়িচং, মনোহরগঞ্জ, আদর্শ সদর, চান্দিনা, দাউদকান্দি, ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণের একজন করে, লাকসাম, বরুড়া ও হোমনার দুইজন করে, মুরাদনগরের তিনজন ও দেবীদ্বারের পাঁচজন।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৫ জন, মনোহরগঞ্জ ও দেবীদ্বারে ছয়জন করে, নাঙ্গলকোটে চারজন এবং সদর দক্ষিণে তিনজনসহ সুস্থ হয়েছেন ৩৪ জন। সিটি করপোরেশন এলাকায়, চান্দিনা ও দেবীদ্বারে মারা গেছেন তিনজন।
উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় ৬ হাজার ৬৭৮ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ১৪৯ জন। আর মারা গেছেন ১৭০জন।
বিডি প্রতিদিন/ আবু জাফর