করোনা জয় করে সুস্থ হওয়া সাংবাদিক খলিলুর রহমান স্টালিন দ্বিতীয়বারের মতো প্লাজমা দিয়েছেন। গত মঙ্গলবার রাতে তিনি সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক রোগীকে প্লাজমা দান করেন। এর আগে গত ১৭ জুন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত আরেক নারীকে প্লাজমা দিয়েছিলেন। প্লাজমা দেওয়ার পর ওই নারী সুস্থ হয়ে বাড়ি ফেরেন। খলিলুর রহমান স্টালিন নিউজপোর্টাল ‘সিলেটভিউ২৪ডটকম’র ঢাকা অফিস ইনচার্জ ও সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য।
গত ২২ এপ্রিল সাংবাদিক খলিলুর রহমান স্টালিন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন। এরপর তিনি ঢাকা মুগদা জেনারেল হাসপাতালে তিনি ১৯ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হন।
সাংবাদিক খলিলুর রহমান জানান, তার রক্তের গ্রুপ ‘বি পজেটিভ’। প্রথমে তিনি নগরীর খরাদিপাড়ার সত্তোর্ধ্ব এক নারীকে প্লাজমা দিয়েছিলেন। প্লাজমা দেওয়ার পর ওই নারী সুস্থ হয়ে বাসায় ফিরে যান। আর মঙ্গলবার রাতে তিনি এক সাংবাদিকের পিতাকে প্লাজমা দিয়েছেন। প্লাজমা দেওয়ার পর ওই রোগীর অবস্থারও উন্নতি হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন