করোনাভাইরাসের টিকা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে মডার্না। তাদের উদ্ভাবিত টিকাটি বয়স্কসহ সব বয়সের মানুষের জন্য সহনশীল বলেই ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, এটি শরীরের প্রতিরোধ শক্তিকেও জাগিয়ে তোলে বলে জানিয়েছেন কোম্পানির একজন কর্মকর্তা।
১৮ থেকে ৭১ বছর বয়স ঊর্ধ্ব স্বেচ্ছাসেবকদের মধ্যে মডার্নার করোনা টিকার প্রথম ধাপের সেফটি ট্রায়ালে এসব তথ্য পাওয়া গেছে। ইমিউনাইজেশন প্র্যাকটিস বিষয়ে উপদেষ্ঠা কমিটির বৈঠকে মডার্নার সংক্রামক ব্যাধির থেরাপিউটিক বিষয়ক প্রধান ডা. জ্যাকুলিন মিলার এসব তথ্য জানিয়েছেন।
তিনটি ভাগে টিকার প্রথম পর্যায়ের ট্রায়াল পরিচালনা করে মডার্না: ১৮ থেকে ৫৫, ৫৬ থেকে ৭০ এবং ৭১ ঊর্ধ্ব। স্বেচ্ছাসেবকদের করোনা টিকার ১০০ মিলিগ্রাম ডোজ দেওয়া হয়েছিল। ট্রায়ালে ভাইরাসকে নিস্ক্রিয় করে দেওয়া নিরপেক্ষ অ্যান্টিবডি সবার মধ্যে শনাক্ত করা হয়েছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা