২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৯:২৪

বগুড়ায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

বগুড়ায় নতুন করে আরও ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেনে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৬০ জনে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে বগুড়ায় আরও দুইজন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা সদরের ধাওয়াপাড়ার আনোয়ার হোসেন (৬৩) ও সকাল সাড়ে ১০ টায় মারা যান সোনাতলা উপজেলার সিরাজুল ইসলাম (৯৫)।

বগুড়া সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শজিমেকের ১৮৮ জন নমুনা পরীক্ষার ফলাফলে ৩৪ জন পজিটিভ এবং টিএমএসএস এ ৫ নমুনা পরীক্ষার ফলাফলে সব নেগেটিভ। 

নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৩০ জন, কাহালু ২ জন এবং সারিয়াকান্দি ২ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মোট মৃত্যু হলো ১৮১ জনের। জেলায় সরকারিভাবে এখন করোনা রোগী আছে ৭১২ জন।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর