করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এ পরিস্থিতিতে মহামারি করোনাভাইরাসে সোমবার ফ্রান্সে ৫২ হাজার ৫১৮ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছেড়িয়ে পরার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৪৩৩ জন। অন্যদিকে, গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৪১৬ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ