রাজবাড়ীতে নতুন করে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ১৮৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শুক্রবার এবং শনিবার দুইদিনে রাজবাড়ীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩৪ জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছিলো। মঙ্গলবার সকালে নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা যায়।
আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪ জন, পাংশা উপজেলার ১ জন রয়েছেন।
রাজবাড়ীতে করোনায় আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৬৭ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন এবং ২৪ জন মারা গেছেন। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/আবু জাফর