বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মোঃ জিয়াউল হক করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক শরীরে জ্বর অনূভব করলে তিনিসহ পরিবারের ৪ জন সোমবার নমুনা দেন। নমুনা পরীক্ষায় জেলা প্রশাসকের করোনা পজিটিভ হলেও তাঁর স্ত্রী ও দুই কন্যার ফলাফল নেগেটিভ এসেছে। জেলা প্রশাসক শারীরিকভাবে অনেকটা সুস্থ রয়েছেন বলেও তিনি জানান।
এদিকে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের ফলাফল পজিটিভ হয়েছে। একই সময় সুস্থ হয়েছেন ৭ জন। এ পর্যন্ত বগুড়া জেলায় মোট আক্রান্ত ৮ হাজার ৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭১ জন, মারা গেছেন ১৯৩ জন ও চিকিৎসাধীন রয়েছেন ৩২৩ জন।
বিডি প্রতিদিন/হিমেল